সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর টহলদল এক বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল আটক করেছে।
আজ ২৯ মে বৃহস্পতিবার আনুমানিক সাড়ে ৫টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১ এমপি হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৬ পিস ভ্যানিলা ফ্লেভার পাউডার, ৬,০৬০ পিস ট্যাবলেট, ১২ পিস ক্যামোমাইল স্প্রে, ১১ পিস মিল্ক সুথিং জেল, ১৩৮ বক্স এ্যাকু চেক ইন্সট্যান্ট, ৯,৫০০ পিস ক্যানুলা, ৯ পিস কাতান শাড়ী জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত অবৈধ ভারতীয় চোরাচালানী মালামালের সিজার মূল্য ৬৩ লক্ষ ৯৮ হাজার ৭ শত ৮০ টাকা।
জব্দকৃত ভারতীয় চোরাচালানী মালামাল আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়া সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনস্থ বিভিন্ন বিওপি হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৩৮৯ বোতল ইস্কফ এবং ১১৫.৫ কেজি গাঁজা আটক করে। পরবর্তী ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করা হয়েছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com