ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ | ২:৪৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বিজয়নগর থেকে প্রায় ৩৭ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি। ২ জুলাই বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আউলিয়া বাজার এলাকার এক গুদাম থেকে অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এ সব পণ্য জব্দ করে।


আজ ৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানা গেছে।


জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে- শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা, ওড়না, হুডি, জ্যাকেট, গেঞ্জি, চাদর ও কিসমিস।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জাব্বার আহমেদ জানান, গতকাল গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল আউলিয়া বাজারের একটি গুদামঘরে অভিযান পরিচালনা করে। এ সময় বিশেষ পদ্ধতিতে লুকিয়ে রাখা ভারতীয় ২১৫ পিস শাড়ি, ১৩২ পিস থ্রি-পিস, ৫ পিস লেহেঙ্গা, ২৬৭ পিস ওড়না, ১৬ পিস হুডি, ৯ পিস জ্যাকেট, ১৫ পিস চাদর, ৬৯ পিস গেঞ্জি এবং ১০০ কেজি কিসমিস জব্দ করা হয়।

তিনি আরো জানান, জব্দ করা পণ্যগুলো চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে। এগুলোর আনুমানিক মূল্য ৩৬ লাখ ৭২ হাজার ৫০০ টাকা। সীমান্ত দিয়ে যেন ভারত থেকে মাদকদ্রব্যসহ যে কোনো ধরনের চোরাচালানি পণ্য দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য বিজিবি সদস্যরা সচেষ্ট আছেন বলেও জানান তিনি।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!