ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বশেষ পুলিশ সদস্য, ডাক্তার, সাংবাদিক, স্বাস্থ্যকর্মীসহ করোনায় ৪০ আক্রান্ত

মঙ্গলবার, ০২ জুন ২০২০ | ৫:৪৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বশেষ পুলিশ সদস্য, ডাক্তার, সাংবাদিক, স্বাস্থ্যকর্মীসহ করোনায় ৪০ আক্রান্ত

আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় সর্বশেষ করোনা আক্রান্তের পরিমান ৪০ জনে দাড়িয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছে ৪ জন পুলিশ সদস্য, ২ জন ডাক্তার, ১জন নার্স, ২ জন স্বাস্থকর্মী ও ২ জন সাংবাদিক। ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিসে কর্মরত ডা: সানজিদা আক্তার এ তথ্য জানিয়েছেন।


তিনি আরো জানান, আজ মঙ্গলবারের রিপোর্টে পূর্ব পাইকপাড়ার ৩ জন, মধ্যপাড়ার ৩ জন, রহমানিয়া মেডিকেলের ২ জন, ভাদুঘর ১ জন, দক্ষিণ মোড়াইল ১ জন, বাসস্ট্যান্ড মেড্ডা ১ জন, পশ্চিম মেড্ডা ১ জন, মসজিদ রোড ১ জন, লক্ষীবাজার ১ জন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মোট ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।


আরও পড়ুন: আখাউড়ায় পুকুরে বিষ ঢেলে মাছ নিধন, ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কসবা উপজেলার আড়াইবাড়ি ২ জন, সাহাপাড়া ২ জন, খাড়েরা ১ জন, বিনাউটি ১ জন, কল্যাণসাগরের পূর্বপাড় ১ জন, কুটি ১ জন নিয়ে মোট ৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ২ জন সাংবাদিক রয়েছে।

বাঞ্ছারামপুর উপজেলার জগন্নাথপুর ২ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন চিকিৎসক,  হাইস্কুল মাঠ সংলগ্ন এলাকায় ১ জন, ভিটি ঝগড়ারচর ১ জন নিয়ে মোট ৫ জন আক্রান্ত হয়েছে।

আরও পড়ুন: গাজীপুর থেকে ফেরার পথে আখাউড়ার যুবক জানলেন তিনি করোনা আক্রান্ত

নবীনগর উপজেলার  মধ্যপাড়া ১ জন, ইউ এন ও অফিসে ১ জন,  উত্তরপাড়া ১ জন, রসুল্লাবাদ ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন চিকিৎসক নিয়ে মোট ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।

বিজয়নগর উপজেলার সিংগারবিলে ১ জন এবং  আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত হয়েছে।

আরও পড়ুন: আখাউড়ায় আরও একজন করোনায় আক্রান্ত, মনিয়ন্দে প্রথমবারের মতো করোনা সনাক্ত

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ১ জন, স্বাস্থ্য কমপ্লেক্স এলাকাতে ১ জন, নাসিরনগর থানায় ৪ জন পুলিশ সদস্য নিয়ে মোট ৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!