ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করায় ১০৬ জনকে জরিমানা

বুধবার, ০৩ জুন ২০২০ | ১:০৯ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করায় ১০৬ জনকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে ১০৬ জনকে প্রায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সদরসহ ৯টি উপজেলার বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে জরিমানা করে।


জানাগেছে, মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সদরসহ ৯ উপজেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, বিনা কারণে বাইরে ঘুরে বেড়ানো ও সামাজিক দূরত্ব না মেনে গণজমায়েত করার অপরাধে ১০৬ জনকে ১ লাখ ৩৫ হাজার ৮৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।


আরও পড়ুন:ব্রাহ্মণবাড়িয়ায় ছেলেকে দিনমজুর বানালেন চেয়ারম্যান, মেম্বার সাজলেন শ্রমিক

আইন শৃংখলা বাহিনীর সহযোগীতায় বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভুমিসহ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। করোনা আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান নিয়মিত চলবে বলেও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন জানিয়েছেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!