ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় সচিবের অপেক্ষায় ৩ ঘণ্টা! তারপর পেলেন খাদ্য সহায়তা

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ | ১০:০৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় সচিবের অপেক্ষায় ৩ ঘণ্টা! তারপর পেলেন খাদ্য সহায়তা

বসে থাকতে থাকতে অনেকে মাঠে শুয়েও পড়েন। অনেকে ত্যক্ত বিরক্ত হয়ে চলে যাওয়ার উদ্যোগ নেন। শেষ পর্যন্ত প্রায় তিন ঘণ্টা পর দেখা মিলে খাদ্যসহায়তার। ততক্ষণে অবশ্য রোজা রাখা উপকারভোগীরা যেন উঠেও দাঁড়ালে পারছিলেন না। খাদ্যসহায়তা নিতে এসে এমন ভোগান্তিতে পড়েন ব্রাহ্মণবাড়িয়ার প্রায় ৫০০ উপকারভোগী। পৌরসভার উদ্যোগে খাদ্যসহায়তা দেওয়ার কথা বলে নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে ডেকে নেওয়ার পর উপকারভোগীদের অপেক্ষা করতে হয় প্রায় তিন ঘণ্টা। আজ মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকতার জন্য সচিব আসার অপেক্ষায় উপকারভোগীরা এই দুর্ভোগ পোহায়।


সংশ্লিষ্টরা জানান, সকাল ১০টায় খাদ্য সহায়তা দেওয়া হবে বলে উপকারভোগীদেরকে ডাকা হয়। তবে নির্ধারিত সময়ের আগেই চলে আসেন উপকারভোগীরা। তবে জেলার ত্রাণ বিতরণ কার্যক্রমের তদারকির দায়িত্বে থাকা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান তপন কান্তি ঘোষ আনুষ্ঠানিকতা করবেন বলে সবাইকে অপেক্ষা করতে বলা হয়। বেলা ১২টার দিকে তিনি বিতরণ কার্যক্রম স্থানে গিয়ে পৌঁছালে সহায়তা নিয়ে যেতে পারেন উপকারভোগীরা। সহায়তা বিতরণের সময় জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।


ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির জানান, উপকারভোগীরা সময়ের আগেই চলে আসেন। তদারকির দায়িত্বে থাকা সচিব সাড়ে ১০টার দিকে এসে মতবিনিময় করেন। পরে সেখানে যেতে সাড়ে ১১টা বেজে যায়।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!