ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল কোর্টে আম ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

রবিবার, ২৭ মে ২০১৮ | ৫:৩৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল কোর্টে আম ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
ছবি-অনলাইন

কেমিক্যাল দিয়ে অপরিপক্ক আম পাকানোর দায়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের জগৎ বাজারের মেসার্স সুরমা ফলের আড়তের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় আড়তে থাকা ৪৪০ কেজি আম বিনষ্ট করা হয়।


আজ রোববার (২৭ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আসলাম হোসাইন।


অভিযান শেষে এনডিসি বলেন, মেসার্স সুরমা ফলের আড়তে কেমিক্যাল মিশিয়ে আম পাকানোর দায়ে আড়তের মালিক মো. জাকির মিয়াকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার জরিমানা করা হয়। এ সময় তার আড়তে থাকা ৪৪০ কেজি আম বিনষ্ট করা হয়।

অভিযানের সময় নিবার্হী ম্যাজিস্ট্রেট তানিয়া আরফাদ, স্যানিটারি অফিসার মো. সফিউর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!