ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় মাটির নিচে মুক্তিযুদ্ধের স্মৃতি!

মঙ্গলবার, ২৩ জুন ২০২০ | ৯:৩৯ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় মাটির নিচে মুক্তিযুদ্ধের স্মৃতি!

বিশ্বজিৎ পাল বাবু:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাটির নিচ থোকে উদ্ধার করা হলো মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন! মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আমিনপাড়া এলাকার একটি মাজারের পাশ থেকে মরিচা ধরা একটি স্ট্যান গান, একটি পাইপগান ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, উদ্ধার হওয়া অস্ত্র-ম্যাগাজিন মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আমিনপাড়া এলাকার করিম উদ্দীন শাহ্ (র.) মাজারের পূর্বপাশে একদল কাঠুরে গাছ কাটার জন্য মাটি খুঁড়তে থাকেন। কয়েক ফুট গভীর পর্যন্ত মাটি খোঁড়ার পর একটি পলিথিনে মোড়ানো অবস্থায় একটি স্ট্যানগান, একটি পাইপগান ও একটি ম্যাগাজিন দেখতে পান। পরে কাঠুরেরা বিষয়টি ইউপি চেয়ারম্যান রাজিব আহমেদকে জানানো হলে তিনি থানায় খবর দেন। পরবর্তীতে সরাইল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে এগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।


আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষের টাকা না দেওয়ায় মহিলার হাত ভেঙ্গে দিল মেম্বারের ছেলে

শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রাজিব আহমেদ বলেন, আমার মুক্তিযোদ্ধা বাবা ও অন্য মুক্তিযোদ্ধাদের কাছ থেকে শুনেছি আমাদের এলাকার বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধ হয়েছিল। উদ্ধার হওয়া অস্ত্রগুলো মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল। কারণ যে জায়গা থেকে এগুলো উদ্ধার হয়েছে; সেখানেও মুক্তিযুদ্ধ হয়েছিল। সেজন্য আমি এগুলো মুক্তিযুদ্ধের জাদুঘরে রাখার দাবি জানাচ্ছি’।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল। এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে’।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৪৭ জন করোনায় আক্রান্ত, জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬১২

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!