ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাহারাটা গ্রামের মো: রাকিব সরকার (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ২৭ জুন শুক্রবার বিকেল ৫টায় ব্রাহ্মণপাড়ার মকিমপুর বিলে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে ব্রিজ থেকে পানিতে ঝাঁপ দিয়ে পানির নিচে ডুবে যায় পরে স্থানীয়রা ২০ মিনিট পর তাকে উদ্ধার করে স্থানীয় একটি হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাহারআটা গ্রামের আবুল সরকারের ছেলে নিহত রাকিব সরকার।
আজ ২৮ জুন শনিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার পরিবার। আরো জানান, রাকিব তার দুই-তিনজন বন্ধুর সাথে ব্রাহ্মণপাড়া মকিমপুর বিলে ঘুরতে যায়। সেখানে তারা ব্রিজ থেকে পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হলে একপর্যায়ে বন্ধুরা সহ স্থানীয়রা মিলে খোঁজাখুঁজি করে প্রায় ২০ মিনিট পর তাকে উদ্ধার করা হয় ও হসপিটালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com