১০টি ইউনিয়নে আকস্মিক ভয়াবহ বন্যায় কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হন স্থানীয় প্রান্তিক কৃষক ও খামারিরা। এসব ক্ষতিগ্রস্তদের সহায়তায় আজ ২৬ জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলা পরিষদ মাঠে এক প্রণোদনা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কৃষি ও মৎস্য বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত পৃথক দুইটি অনুষ্ঠানে ৩৫ জন মৎস্য খামারি ও ২৩০০ জন কৃষককে বিভিন্ন সহায়তা প্রদান করা হয়। মৎস্য খাতে: মাছের খাদ্য (খৈল) – ১০০ কেজি করে।
কৃষি খাতে: সার, ধানের বীজ, মরিচ ও শাকসবজির বীজ প্রধান করেন উপজেলা কৃষি অফিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা কৃষি কর্মকর্তা জনাবা, হাজেরা বেগম এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদি হাসান।
এছাড়া উপস্থিত ছিলেন কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন, কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ সবুজ খান জয়, সাধারণ সম্পাদক আশরাফ উজ্জ্বল সাংগঠনিক সম্পাদক শাহপরানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ।
উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম বলেন দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা ও পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে কৃষি ও মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রান্তিক কৃষকের পরিশ্রমের তুলনা হয় না। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারে এই খাত আরো উন্নত করা সম্ভব।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com