ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ‘দলিত’ সম্প্রদায়ের পাশে ভাইস-চেয়ারম্যান

মঙ্গলবার, ২৬ মে ২০২০ | ৮:৫১ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘দলিত’ সম্প্রদায়ের পাশে ভাইস-চেয়ারম্যান

করোনাভাইরাস পরিস্থিতে ক্ষতিগ্রস্ত হরিজন কামার, কুমার ও মুচি সম্প্রদায়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি অ্যাডভোকেট মো. লোকমান হোসেন। রবিবার গভ. মডেল গার্লস উচ্চ বিদ্যালয় মাঠে ওইসব সম্প্রদায়ের ১০০  পরিবারের মাঝে তিনি চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও মসলা বিতরণ করেন।


আর পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ উপহার নিয়ে মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি ভাইস চেয়ারম্যান


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ কুমার নাগ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক আব্দুল খালেক বাবুল, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট প্রণব কুমার দাস উত্তম, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম সাইদুজ্জামান আরিফ, সহ-সভাপতি বিজয় কৃষ্ণ মল্লিক, সংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া পার্থ, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান আপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আরিফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শোভন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ছাত্র-যুব পরিষদের সিনিয়র সহ-সভাপতি জুয়েল দেব, শাহ মোহাম্মদ ইয়াসিন প্রমুখ। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!