ব্রেকিং

x

আবারো তারা খামছে ধরেছে স্বাধিন বাংলার লাল সবুজের পতাকা

ব্রাহ্মণবাড়িয়ায় ড.মুহাম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

রবিবার, ০৪ মার্চ ২০১৮ | ৭:০২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ড.মুহাম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাঘর কমিটির মানববন্ধন

 


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট লেখক ও কথা সাহিত্যিক ড.মুহাম্মদ জাফর ইকবালের উপর হামলা ঘটনার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে খেলাঘর  জেলা কমিটি । আজ রোববার বিকেল ৪ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন রচনা করা হয়। মানববন্ধনে  শিক্ষক, সাংবাদিক, বিশিষ্ট নাগরিক, জেলা ছাত্রলীগসহ প্রগতিশীল বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাঘর আসরের সাহিত্য সম্পাদক জুয়েলুর রহমানের সঞ্চালনায় মানববন্ধন বক্তৃতা করেন, ব্রাহ্মণবাড়িয়ার বরেণ্যে শিক্ষক আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম,জেলা নাগরিক ফোরামের সাধারন সম্পাদক রতন কান্তি দত্ত, খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারন সম্পাদক, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জসিম উদ্দিন ব্যাপারী, সময় টেলিভিশন ব্রাহ্মণবাড়িয়া অফিসের ব্যুরো প্রধান উজ্জল চক্রবর্তী, জেলা স্বেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ, খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির যুগ্ম সাধারন সম্পাদক সঞ্জীব ভট্টাচার্য,জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারন সম্পাদক শাহদাৎ হোসেন শোভন, প্রর্বতক আবৃতি সংসদ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নির্জয় হাসান সোহেল, প্রজন্ম খেলাঘর আসর সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দিন ভূইয়া, প্রজন্ম খেলাঘর আসর যুগ্ম সাধারণ সম্পাদক শীহানুর ইসলাম সৌরভ, সোনারতরী খেলাঘর আসরের সিনিয়র সহ-সভাপতি মোঃ শাকিল, সোনারতরী খেলাঘর আসরের সাধারণ সম্পাদক এহসানুল হক আকাশ, রংধনু খেলাঘর আসরের সভাপতি রুনাক সুলতানা পারভিন যুব রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত যুব প্রধান সাহিদুল অপু প্রমূখ।
মানববন্ধনে  ড.মুহাম্মদ জাফর ইকবালের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তরা বলেন, স্বাধীনতা বিরোধী পুরোনো শুকুনেরা আবারো খামছে ধরেছে স্বাধীন বাংলার লাল সবুজের পতাকা। এই জঙ্গিবাদ মৌলবাদের বিষদাঁত না ভাঙ্গা পর্যন্ত বাংলার মাটিতে এ ধরনের হামলা অব্যাহত থাকবে। তারা আরো বলেন, এর আগেও শিক্ষক বৃদ্ধিজীবিদের উপর এ ধরনের হামলার ঘটনা ঘটেছে। তাই তাদেরকে সমূলে বিনাশ করার জন্যে সরকারের কাছে দাবী জানান বক্তরা।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!