ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

শুক্রবার, ২৭ জুন ২০২৫ | ১০:২৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির নিহত হয়েছেন। আজ ২৭ জুন শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রামগামী আন্তঃনগর সোনার বাংলা ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।


কসবা রেলওয়ে স্টেশন মাস্টার মো. শামীম হোসেন মজুমদার জানান, সকালে স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পর স্টেশনের দক্ষিণ পাশে রেললাইনে একজন ব্যক্তি কাটা পড়ে নিহত হয়েছেন এমন খবর পাওয়া যায়। পরে বিষয়টি আখাউড়া রেলওয়ে থানা পুলিশকে জানানো হলে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।


আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন, নিহতের বয়স আনুমানিক ৪২ বছর বলে জানা গেছে। তবে তার পরিচয় এখনও জানা যায়নি। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!