ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৬০ জন করোনায় আক্রান্ত, জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৩৩

শুক্রবার, ২৬ জুন ২০২০ | ৯:০৪ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৬০ জন করোনায় আক্রান্ত, জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় আজ শুক্রবার আরও ৬০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বিকালে তাদের নমুনার ফল পজেটিভ এসেছে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিসে। এ নিয়ে জেলায় মোট ৭৩৩ জন করোনা শনাক্ত হয়েছে।


এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ একরাম উল্লাহ আক্রান্তের বিষয়টি  নিশ্চিত করে বলেন, আজ শুক্রবার বিকালে সরকারি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ ও ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারাল সেন্টার এবং বে-সরকারি ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের
পিসিআর ল্যাবে থেকে প্রাপ্ত ৫৯৫ টি নমুনা পরীক্ষা করে ৬০ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে।


আরও পড়ুন: আখাউড়ায় রেল ও ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে ৮ জন করোনায় আক্রান্ত

করোনায় শনাক্ত ৬০  জনের মধ্যে সদর উপজেলায় ২৭  জন,  আখাউড়া উপজেলায় ৮ জন, নাসিরনগর উপজেলায় ৬ জন, কসবা উপজেলায় ১২ জন, নবীনগর উপজেলায় ৩ জন, বাঞ্চারামপুর উপজেলায় ৩ জন ও আশুগঞ্জ উপজেলায় ১ জন । জেলায় আক্রান্ত ৭৩৩ জনের মধ্যে ১১৫ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। করোনা পরিস্থিতিতে জেলায় ৮ জন মারা যায়।

আরও পড়ুন: স্বামীর ঘর থেকে বিতাড়িত কল্পনা আক্তার সন্তান কোলে ভিক্ষা করছেন

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!