ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত পুতুলনাচ জাপানে প্রদর্শিত হবে

রবিবার, ২২ জুন ২০২৫ | ৩:০৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত পুতুলনাচ জাপানে প্রদর্শিত হবে
ফাইল ছবি

বাংলাদেশের বিখ্যাত পুতুলনাচ প্রদর্শিত হবে জাপানে। সে লক্ষ্যে চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে নয় সদস্যের একটি দল জাপানে যাবে। সেখানে ওসাকা এক্সপ্রো ইন্টারন্যাশনাল প্রগ্রামে তাদের নাচ পরিবেশন করার কথা রয়েছে। আয়োজনে অংশ নেওয়ার জন্য ইতোমধ্যেই ওই নয় জন ভিসা পেয়েছেন।


জাপান সফরকে সামনে রেখে এরই মধ্যে সংশ্লিষ্টরা প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। তারা অন্তত ১৫ দিন সেখানে নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এদিকে এ প্রগ্রামে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করা সম্ভব হবে বলে মনে করছেন সংস্কৃতিপ্রেমীরা। এর আগে গত বছরের শেষ দিকে ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের পুতুলনাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এরপর থেকেই দেশের বিভিন্ন জায়গায় পুতুলনাচের এমন আয়োজন বাড়তে থাকে।


স্থানীয় নৃত্যশিল্পী মেহেক জিয়া জানান, শিশুশিল্পী চন্দ্রিমা বনিক, আরাধ্যা, মম, গুড়িয়াসহ নয়জন জাপান যাবেন। ওসাকা এক্সপ্রো কালচারাল অ্যাক্টিভিটিস এ অংশ নিতে জুলাইয়ের শেষদিকে জাপানের উদ্দেশ্যে রওয়ানা হবেন তারা। সেখানে দুই সপ্তাহের বেশি তাদের থাকার কথা রয়েছে।

এ আয়োজনে অংশ নেওয়ার পিছনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা হালিম খানসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি দেশের সুনাম যেন বয়ে আনতে পারেন সে জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!