ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়া জেলা সফর করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ

রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ | ৯:৩৯ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া জেলা সফর করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সফর করেছেন। আজ ২৪ নভেম্বর রবিবার সকাল ৯ টার দিকে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে জেলা পুলিশের কুচকাওয়াজে সশস্ত্র বাহিনীর সালাম গ্রহণ করেন এবং কুচকাওয়াজ পরিদর্শন শেষে জেলা পুলিশ সদস্যদের সাথে পুলিশ লাইন্সের এক কল্যাণ সভায় মিলিত হন।


বেলা ১২টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!