ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে গেটের তালা ভেঙে ডাকাতির ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে উপজেলার শিবপুর ইউনিউনের সাহারপাড় গ্রামের মো. গিয়াস উদ্দিন মিয়ার বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল নগদ টাকাসহ ১৬ ভরি স্বর্ণালংকার লুট করেছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
জানা যায়, সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে একটি কাভার্ডভ্যান নিয়ে ১৬ থেকে ১৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্র শস্ত্র ও ককটেল বোমা সঙ্গে নিয়ে ঘরের গেটের ৭ টি তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এসময় বাড়িতে থাকা মহিলা ও শিশু বাচ্চাকে ভয়ভীতি দেখিয়ে প্রায় ১৬ ভরি স্বর্ণালংকারসহ নগদ অর্থ নিয়ে যায়। যাওয়ার পথে গ্রামের পাহারাদার ডাকাত দলকে দেখতে পেয়ে ধাওয়া করলে পাহারাদারদের উদ্দেশ্য করে ডাকাতদলেরা ককটেল ছুড়ে পালিয়ে যান।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com