ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত কৃষকলীগ নেতা হামদু হত্যা মামলায় গ্রেফতার

বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ | ৯:৫৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত কৃষকলীগ নেতা হামদু হত্যা মামলায় গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত ঠিকাদার ও জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক হামিদুল হক ভুইয়া হামদু (৬৫) গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে চট্টগ্রাম থেকে সদর থানায় নিয়ে আসে পুলিশ। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে চট্টগ্রামের চকবাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। হামিদুল হক ভুইয়া হামদু সদর উপজলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামের মৃত জিল্লুর রহমান ভুইয়ার ছেলে।


জানা যায়, তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। অভিযাগ রয়েছে, আওয়ামী লীগের শাসনামলে হামদু ব্রাহ্মণবাড়িয়ার সব সরকারি অফিসের ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হামদু আত্মগোপনে চলে যান।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, হামদুর বিরুদ্ধে সদর মডেল থানায় চারটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি হত্যা মামলা, একটি গুম ও একটি বিস্ফোরক মামলা। তাকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে তোলা হবে বলে জানানতিনি।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!