ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আফ্রিদীসহ (২৮) ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে র্যাব-৯ ও সদর মডেল থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে র্যাব ও পুলিশের পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফফর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন শহরের দক্ষিণ পৈরতলার কামাল মিয়ার ছেলে ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আফ্রিদী, পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক জাকির হোসেন জয় ও ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন আদি। আফ্রিদীকে র্যাব-৯-এর একটি দল ও বাকি দুজনকে সদর থানা পুলিশ গ্রেফতার করে।
সদর মডেল থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, এই তিন জনের বিরুদ্ধেই নাশকতার মামলা রয়েছে। গত ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে তারা সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com