হত্যা মামলার আসামী ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আল ফয়সালকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত ১০টায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানের সময় জেলা শহরের মোড়াইল এলাকা থেকে ফয়সালকে গ্রেফতার করা হয়। সদর মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আল ফয়সাল ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আজ শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com