বাবা-মায়ের স্বপ্ন পূরণে তিন সন্তান ও স্ত্রী নিয়ে হেলিকপ্টারে চড়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বড়তল্লা গ্রামে ফিরলেন ব্রুনাই প্রবাসী মো: রফিকুল ইসলাম। গতকাল শনিবার সকাল ৯টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে উপজেলার তালশহর পশ্চিম পাড়ার ঈদগাহ মাঠে এসে অবতরণ করেন তারা। প্রবাসী মো: রফিকুল ইসলাম উপজেলার বড়তল্লা গ্রামের তাজুল ইসলামের ছেলে। প্রবাসী রফিকুলের বড় ভাই নজরুল ইসলাম জানান, রফিকুল হেলিকপ্টারে চড়ে ঢাকা থেকে এসেছে। তাদের দেখতে সকাল থেকে এলাকাবাসী মাঠে ভিড় করেন।’
রফিকুলের বাবা তাজুল ইসলাম বলেন, ‘রফিকুল একদিন আমাকে তার মায়ের সামনে বলেছিল ব্রুনাই থেকে আমি বাড়িতে কখনো ফিরলে হেলিকপ্টারে ফিরব। তাই রফিকুল তার পরিবার নিয়ে হেলিকপ্টারে বাড়িতে এসেছে। এটা দেখার জন্য আশেপাশের মানুষ ভিড় করেছেন।
এ ব্যাপারে রফিকুল বলেন, হেলিকপ্টারে বাড়িতে আসার ইচ্ছা ছিল। মা-বাবার স্বপ্ন পূরণ করতেই হেলিকপ্টারে করে ঢাকা থেকে আশুগঞ্জ এসেছি। প্রতিটি ছেলেমেয়ে তার বাবা-মাকে খুশি রাখতে চায়,সেজন্য আমি বাবা-মায়ের কথা রেখেছি।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com