ব্রাহ্মণবাড়িয়ায় এক মা তার দুই শিশুসন্তানকে বিষ খাওয়ানোর পর নিজেও আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকাল বেলা ১১টায় সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা সরকার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। মৃতরা হলেন- ঘাটুরা সরকার বাড়ি এলাকার আশরাফ আলীর স্ত্রী শারমিন আক্তার (২৪), তার দুই মেয়ে রওজা আক্তার (৫) ও নওরিন আক্তার (৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফ আলী বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির অধীনে কাজ করতেন। পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। স্বামী মাদকাসক্ত হওয়ায় মাঝেমধ্যে স্ত্রীকে মারধর করতেন। পারিবারিক বিষয় নিয়ে বুধবার সকালেও স্ত্রীকে মারধর করেন আশরাফ। বেলা ১১টার দুই মেয়ের মুখে কীটনাশক দিয়ে নিজেও পান করেন শারমিন। বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা এগিয়ে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রতিবেশী মুজাহিদ সরকার বলেন, ‘পারিবারিক কলহ ও মারধরের বিষয়টি শারমিন আমাদের জানাতে পারতেন। তা না করে দুই শিশুকে নিয়ে আত্মহত্যা করলেন। এটি খুবই মর্মান্তিক।’
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াজ উদ্দিন জানান ‘হাসপাতালে দুই শিশুকে মৃত অবস্থায় আনা হয়েছিল। মুমূর্ষু অবস্থায় শারমিনকে আনা হয়। এর কিছুক্ষণ পরই শারমিনও মারা যান। প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে, কীটনাশক পানে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, ‘কী কারণে ওই গৃহবধূ দুই শিশুসন্তান নিয়ে আত্মহত্যা করেছেন, তা খতিয়ে দেখছি আমরা। ঘটনা পর গৃহবধূর স্বামী আশরাফ আলী ও তার স্বজনরা গা ঢাকা দিয়েছেন। এখন পর্যন্ত মামলা হয়নি। আশরাফকে আটকের চেষ্টা চলছে।’
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com