ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাতজন মাদকসেবীকে সাজা ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এর আগে তাদেরকে উপজেলার চরচারতলা ছাদিয়া জামে মসজিদের পিছনের খোলা মাঠে মাদক সেবন অবস্থায় আটক করে পুলিশ।
সাজাপ্রাপ্তরা হলেন চরচারতলা গ্রামের মরহুম মো: আলাউদ্দিনের ছেলে মো: রহিম মিয়া (৪৫), ফারুক লতিফের ছেলে জাহিদ (২৪), মমিনুল হকের ছেলে রুহান (২৩), মরহুম আলকাছ মিয়ার ছেলে সুমন মিয়া (৩০), হানিফ মিয়ার ছেলে জুম্মান মিয়া (৩৩), মো: নোয়াজ মিয়ার ছেলে মো: হৃদয় (২৭), ও হারাধন দাসের ছেলে দিপু দাস (৩০)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক জানান, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (৫) ধারা মোতাবেক তাদেরকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে অতিরিক্ত তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বিল্লাল হোসেন বলেন, ‘মাদকের বিরুদ্ধে আশুগঞ্জ থানার নিয়মিত অভিযান চলছে। আমরা মাদককারবারি, মাদকসেবী ও পাচারকারিসহ সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার চেষ্টা করছি।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com