ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে ২ জেলের মৃত্যু

মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪ | ৪:৫৬ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে ২ জেলের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় তিতাস নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের প্রাণ গেছে।


মঙ্গলবার সকালে উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলামিনুল হক জানান।


নিহতরা হলেন-ওই এলাকার ধরনী দাসের ছেলে দিশু দাস (৫৯) ও একই এলাকার গৌরাঙ্গ দাসের ছেলে রবীন্দ্র চন্দ্র দাস (৩৭)।

ইউপি চেয়ারম্যান আলামিনুল বলেন, “দিশু ও রবীন্দ্র ভোরে তিতাস নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার সময় থেকেই বৃষ্টি পড়ছিল।

“মাছ ধরা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে দুইজন মারা যান।”

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!