ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ডিম ও পেঁয়াজের আড়তের দুই দোকানিকে জরিমানা

সোমবার, ২১ অক্টোবর ২০২৪ | ৬:৪৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ডিম ও পেঁয়াজের আড়তের দুই দোকানিকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে টাস্কফোর্সের সদস্যরা।


সোমবার (২১ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের নেতৃত্বে টাস্কফোর্সের এই অভিযান চলে।


এ সময় আনন্দ বাজার, ফারুকি বাজার ও জগত বাজারের বিভিন্ন পাইকারি ও খুচরা দোকানের ক্রয় তালিকা ও বিক্রয় মূল্য যাচাই-বাছাই করা হয়।
অভিযান শেষে অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান, অভিযানে একই প্রতিষ্ঠানে পাইকারি ও খুচরা বিক্রেতা সেজে যান তারা। এসময় বাড়তি দামে ডিম বিক্রি করায় ফারুকী বাজারের ইব্রাহীম ট্রেডার্স নামে ডিমের দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও দামের রশিদ না থাকায় জগত বাজারের শাহ আমানত ট্রেডাস নামে পেঁয়াজের আড়তে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইমরান ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, বাজার মূল্য নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!