ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় শিশু নিহত

সোমবার, ২১ এপ্রিল ২০২৫ | ৭:৩৬ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে ট্রাকচাপায় নন্দিতা ঋষি (৬) নামের এক শিশু নিহত হয়েছে। ওই শিশু বৈশাখী মেলায় নানা বাড়িতে বেড়াতে এসেছিল। আজ ২১ এপ্রিল সোমবার বিকেলে নাসিরনগর পৌর এলাকার ভোলাচং কৃঞ্চমন্দির সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।


নন্দিতা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের কামারপাড়ার ঋষিপাড়ার অমর ঋষির মেয়ে। সে মন্দির ভিত্তিক স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।
নিহতের বাবা অমর ঋষি জানান, শনিবার সে তার দিদির সঙ্গে বৈশাখী মেলা দেখতে ভোলাচং বেড়াতে আসে। সোমবার দিদির সঙ্গে মেলাতে যাওয়ার জন্য বের হলে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মালবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।


এলাকাবাসী ট্রাকটি আটক করলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আলম বলেন, শিশু নন্দিতা ঋষির লাশ উদ্ধার করা হয়েছে। মালবাহী ট্রাকটিও আটক করা হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!