ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে করা মামলায় আরিফুল হাসান তাকবীর (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
শুক্রবার (৪ অক্টোবর) সেনাবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ ও ৫ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলায় নিরীহ ছাত্র-জনতার উপর আক্রমণকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারী সন্ত্রাসী আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোর) মধ্যরাতে একাধিক মামলার অভিযুক্ত আসামি আরিফুল হাসান তাকবীরকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এলাকা থেকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযানে গ্রেফতার করা হয়ে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতার তাকবীর ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com