ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় একজনকে বিনাশ্রম কারাদণ্ড

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ | ৯:৫১ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় একজনকে বিনাশ্রম কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় আজ ২৬ এপ্রিল শনিবার বিকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তি বিলে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।


সরাইল থানা সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার শঙ্করপুর এলাকার রহম আলী ছেলে এরশাদ (৪৫) আটক করে ১০ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসাইন জানান, মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্গনের দায়ে উক্ত আইনের ১৫(১) ধারায় এরশাদ (৪৫) নামে একজনকে ১০ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সরাইল থানা অফিসার ইনচার্জ মো. রফিকুল হাসান ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!