ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিলুফা ইসলাম (৪০) ও তার স্বামী মিনার মিয়াকে (৫০) গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার রাতে যৌথ বাহিনীর অভিযানে তারা নিজ বাড়ি থেকে গ্রেফতার হন। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে নিলুফা ইসলাম ও মিনার মিয়া দম্পতিকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।
ওসি শহিদুল ইসলাম বলেন, ‘ইসলামপুরের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৭৮টি এনআইডি, ইন্দোনেশিয়া ও ভারতীয় রুপি ও ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। দুজনের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। এ ছাড়া মিনার মিয়া চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে নতুন করে মামলা দিয়ে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com