ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ জেলা যুবলীগের সহ-সভাপতি সুমন গ্রেফতার

শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ | ৯:৩৯ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ জেলা যুবলীগের সহ-সভাপতি সুমন গ্রেফতার
গ্রেফতারকৃত সুমন

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সহ-সভাপতি সুমন মিয়াকে অস্ত্রসহ গ্রেফতার করছে যৌথবাহিনী। গতকাল শুক্রবার  রাত সাড়ে ৯ টার দিকে জেলা শহরের মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার রাতে গণমাধ্যমকর্মীদের কাছে যৌথবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।


গ্রেফতার সুমন মিয়া জেলা যুবলীগের সহ-সভাপতি ও শহরের মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ মুসলিম মিয়ার ছেলে। যৌথবাহিনীর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে জেলা শহরের মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সুমনকে গ্রেফতার করা হয়। পরে তার বসত ঘর তল্লাশি করে একটি অবৈধ পিস্তল, একটি খালি কার্টিজ ও তিন রাউন্ড এ্যামো. উদ্ধার করা হয়। পরে তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আটকে যৌথবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!