ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ২৬

মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ | ৪:৪৯ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ২৬

ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত আইনশৃংখলা বাহিনীর পৃথক অভিযানে সহোদরসহ ২৬ জন গ্রেফতার হয়েছে। যৌথবাহিনী ও পুলিশ জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় এ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ি, ১৩টি দেশীয় অস্ত্র, বিভিন্ন মাদকসহ বিজয়নগর উপজেলার চান্দুরা থেকে সজীব মিয়া নামে একজনকে গ্রেফতার করে যৌথবাহিনী। আখাউড়ায় মালদারপাড়া এলাকার পলাশ ভুইয়া ও শিমুল ভুইয়া নামে সহোদরকে বাড়ি দখল চেষ্টার অভিযোগে পুলিশ গ্রেফতার করে। এছাড়া পরোয়ানাভুক্ত আরো পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।


এদিকে ডাকাতির প্রস্তুতিকালে নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধারাভাঙ্গা গ্রাম থেকে মো. আরমান, কাজী তারেক, আমজাদ হোসেন, সাজ্জাদ মনা, আশরাফুল ইসলাম হিমেল ও আবু সাঈদ নামে ছয়জনকে গ্রেফতার করা হয়। তল্লাশি করে তাদের কাছ থেকে দু’টি দেশীয় তৈরি একনলা বন্দুক, সাতটি কার্তুজ ও দু’টি দা উদ্ধার করা হয়। আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি গাড়িতে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ খায়রুল ইসলাম ও রিপন নামে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। ১১ কেজি গাঁজাসহ কসবায় জসিম উদ্দিন, মো. এমরান, হনুফা, খোদেজা নামে চারজন গ্রেফতার হয়েছে। আখাউড়া থানা পুলিশের অভিযানে উপজেলার আজমপুর এলাকা থেকে থেকে ৪০০ পিস ইয়াবাসহ মায়া প্রকাশ রশিদা ও আসমা বেগম নামে দু’জন গ্রেফতার হয়। বিজয়নগর উপজেলার বিষ্ণুপুরে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ১১৮ বোতল ইস্কফ সিরাপ মো. নাঈমকে গ্রেফতার করে। গোয়েন্দা পুলিশ পৃথক অভিযানে সদর উপজেলার খাঁটিহাতা থেকে চার কেজি গাঁজাসহ হারুণ মল্লিক ও জাহাঙ্গীর নামে দু’জনকে গ্রেফতার করে। এছাড়া সরাইল থানা পুলিশের হাতে ১০৩ পিস ইয়াবাসহ সোহাগ মিয়া নামে একজন গ্রেফতার হয়।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!