ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ গ্রেফতার ৩

মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ | ১০:১৬ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ গ্রেফতার ৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করছে যৌথ বাহিনী। রবিবার রাতে উপজেলার মান্দারপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সিদ্দিক মিয়া জেলার কসবা উপজেলার মান্দারপুর এলাকার ধনু মিয়ার ছেলে। একই এলাকার মতি মিয়ার ছেলে মো. মোজাম্মেল ও সাদেক মিয়ার ছেলে মো. সিয়াম মিয়া। সোমবার দুপুরে গণমাধ্যমকর্মীদের কাছে যৌথবাহিনীর পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরে রবিবার রাতে উপজেলার মান্দারপুর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে ৫টি দেশীয় অস্ত্র চাপাতি, ১২টি ছুরি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাদের কসবা থানায় হস্তান্তর করা হয়। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আটকে যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!