ব্রেকিং

x

বিএনপি নেতারা বিচার বিভাগকে সম্মান করতে জানে না-আইনমন্ত্রী আনিসুল হক

শুক্রবার, ১৬ মার্চ ২০১৮ | ২:১৮ অপরাহ্ণ

বিএনপি নেতারা বিচার বিভাগকে সম্মান করতে জানে না-আইনমন্ত্রী আনিসুল হক
ধাতুরপহেলা- কর্ণেলবাজার সড়কের ব্রিজ উদ্বোধন করলেন আইনমন্ত্রী আনিসুল হক

Akhaura Law Ministar fotage-16 March 2018 001_0001


বিএনপি নেতারা বিচার বিভাগকে সন্মান করতে জানে না-আইনমন্ত্রী আনিসুল হক


বিএনপি নেতারা বিচার বিভাগকে সন্মান করতে জানে না বলে মন্তব্য করলেন আইনমন্ত্রী আনিসুল হক এম,পি। তিনি বলেন, বিএনপি নেতারা বিচার বিভাগকে সন্মান করতে জানে না। সেই জন্যই তারা বিচার বিভাগ নিয়ে আজেবাজে কথা বলে।আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধাতুরপহেলা গ্রামে ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। বিএনপি নেতা মির্জা ফকরুল ইসলাম বলেছেন, বিচার বিভাগে সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটছে এ বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বিএনপি নেতাদের ভদ্র ভাষায় আহবান করে বলেন, বিচার বিভাগ হলো বাংলাদেশের তিনটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ। আপনারা সেই স্তম্ভকে শ্রদ্ধা করতে শিখুন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, জেলা পরিষদের সদস্য আবুল কাশেম ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক সেলিম ভূইয়া, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোরাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিয়রা বেগম পিওনা, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক নাজিম উদ্দিন ভূইয়া,উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈয়দ তানজিল শাহ প্রমুখ। এর আগে মন্ত্রী ধাতুরপহেলা এলাকায় প্রায় আড়াইকোটি টাকা ব্যায়ে একটি ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!