ব্রেকিং

x

কসবায় আইনমন্ত্রী

বর্তমান সরকারের আমলে বিচার ব্যবস্থা স্বাধীন – আইনমন্ত্রী

রবিবার, ২৮ জানুয়ারি ২০১৮ | ৬:৩৫ অপরাহ্ণ

বর্তমান সরকারের আমলে বিচার ব্যবস্থা স্বাধীন –  আইনমন্ত্রী
বর্তমান সরকারের আমলে বিচার ব্যবস্থা স্বাধীন -আইনমন্ত্রী

বর্তমান সরকারের আমলে বিচার ব্যবস্থা স্বাধীন
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি বলেছেন, ‘বর্তমান সরকারের আমলে বিচার ব্যবস্থা স্বাধীন। আদালতে যা হবার তাই হবে। বিভিন্ন প্রক্রিয়া শেষেই খালেদা জিয়ার বিরুদ্ধে রায় হবে। তবে এ নিয়ে আমি কিছু বলতে চাই না।’
গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবার টি আলী কলেজ মাঠে উপজেলা ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ড ও বিচার প্রক্রিয়া বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
ছাত্র সমাবেশে মন্ত্রী বলেন, ‘দেশ এখন উন্নয়নের রেললাইনে উঠে গেছে। পদ্মা সেতু হচ্ছে। বাংলাদেশের স্যাটেলাইট উড়বে আগামী মার্চে। বর্তমান সরকারের শাসনামলে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। শান্তিপূর্ণ পরমানবিক শক্তি হিসেবে অচিরেই আত্মপ্রকাশ করবে বাংলাদেশ।’ মন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা কসবা-আখাউড়ার উন্নয়নের বর্ণনাও করেন।
কসবা উপজেলা ছাত্রলীনগ সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আফজাল হোসেন রিমনের সঞ্চালনায় ছাত্র সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক বাহাদুর বেপারি, বর্তমান সাধারন সম্পাদক জাকির হোসেন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন, এম জি হাক্কানী, রুহুল আমিন ভূঁইয়া, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মো. আল-আমিন, মো. মনির হোসেন, নাঈমুর রহমান, ইফতেখার আহমেদ, শাহীন আলম, মহসীন উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি মো. মাসুম বিল্লাহ, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, ছাত্রলীগ নেতা সুজন মাহমুদ।



আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!