প্রেমিকের খোজে ভারতের ত্রিপুরায় গিয়ে প্রেমিকাসহ তিন বাংলাদেশী কিশোরী গ্রেফতার হয়েছে। মঙ্গলবার ভারতের ত্রিপুরা প্রদেশের ধর্মনগর রেলস্টেশন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ বুধবার ত্রিপুরা ’নর্থইস্ট হেরাল্ড’ নামে একটি ইংরেজী অনলাইন সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত খবরে বলা হয়েছে, গত শনিবার বাংলাদেশ থেকে তিন কিশোরী অবৈধ ভাবে ভারতের ত্রিপুরায় অনুপ্রবেশ করে। মঙ্গলবার সকালে ত্রিপুরা উত্তর জেলার ধর্মনগর রেল স্টেশনে ঘুরাঘুরির সময় পুলিশ তাদেরকে গ্রেফতার করে ধর্মনগর থানা পুলিশ।
পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে জানায় গ্রেফতারকৃতদের মধ্যে একজনের সাথে প্রেমের সম্পর্ক ছিল জলপাইগুড়ি এলাকার এক যুবককের। এই নাবালিকা মেয়ে ঐ যুবককে বিয়ে করবে বলে আসে ভারতের ত্রিপুরায় প্রবেশ করে। ট্রেনে করে যুবকের কাছে যাওয়ার কথা ছিল। ওর সাথে আরো দুই নাবালিকা বান্ধবীকে নিয়ে আসে ভারতে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ধর্মনগর থানায়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com