ব্রেকিং

x

নির্বাচনে না করলে বাটি চালান দিয়েও বিএনপিকে খোঁজে পাওয়া যাবে না-আশুগঞ্জে মোহাম্মদ নাসিম

বুধবার, ২৪ জানুয়ারি ২০১৮ | ৫:৩৬ অপরাহ্ণ

নির্বাচনে না করলে বাটি চালান দিয়েও বিএনপিকে খোঁজে পাওয়া যাবে না-আশুগঞ্জে মোহাম্মদ নাসিম

স্বাস্থ্য মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মোহাম্মদ নাসিম বলেছেন, ‘শুধু আওয়ামী ছাড়া কেউ জানে না আন্দোলন কত প্রকার। সেই মুক্তিযুদ্ধের সময় থেকে আওয়ামী লীগ করে আসছে। বিএনপি যত কথাই বলুক না কেন হুমকি দিক না কেন তারা আন্দোলন করতে পারবে না। বিএনপি আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করে। খালেদা জিয়ার ভাগ্য ভালো যে জ্বালাও পোড়াওয়ের বিচার শুরু হয় নি। তবে আমি মনে করি এর বিচার শুরু হওয়া দরকার।
আজ  বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। জেলা সিভিল সার্জন অফিস হাসপাতাল মাঠে এ সভার আয়োজন করে।
সভায় মন্ত্রী বলেন, ‘স্পষ্ট করে বলে দিতে চাই শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচন হবে। কারণ আমরা সংবিধানের বাইরে যাবো না। সংবিধানের বাইরে যাওয়ার এখতিয়ার আমাদের নেই। আগামী নির্বাচনে জয়ী হয়ে শেখ হাসিনার সরকার হ্যাট্রিক করবে।’
সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণাবড়িয়ার সিভিল সার্জন ডা. নিশিথ নন্দী মজুমদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরি, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহি, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী সাধারন সম্পাদক আল-মামুন সরকার। বক্তাদের দাবির প্রেক্ষিতে নতুন এ হাসপাতালে অ্যামুলেন্স দেয়ার ঘোষণা দেন মন্ত্রী।
সভায় মন্ত্রী বলেন, ‘বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে। কিন্তু আওয়ামী লীগ ছাড়া কেউ জানে না আন্দোলন কত প্রকার। বিএনপি যত কথাই বলুক না কেন যত হুমকিই দিক না কেন তারা কিন্তু নির্বাচনে আসবে। শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে বাধ্য হবে। নির্বাচনে না করলে বাটি চালান দিয়েও বিএনপিকে খোঁকে পাওয়া যাবে না।’
মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপি ফেয়ার নির্বাচনের কথা বলছে। আগামী নির্বাচন ফেয়ারই হবে। বিজয়ের মাসে হবে এ নির্বাচন। আর এ নির্বাচনে জয় ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। আগামী নির্বাচনে জিতে শেখ হাসিনা সরকার হ্যাট্রিক করবে।’
তিনি বলেন, ‘একটি ভোট বুলেটের চেয়ে শক্তিশালী। তাই আপনারা (জনগণ) ভোট দিতে ভুল করবেন না। কেননা, ভোট দিতে ভুল করলে খালেদা জিয়া ক্ষমতায় এলে প্রথমেই পদ্মা সেতুর কাজ বন্ধ করে দিবে। দেশ অন্ধকারে চলে যাবে।’
আওয়ামী লীগের ভুল ত্রæটি থাকতে পারে বলে স্বীকার করে নেন দলের এ প্রেসিডিয়াম মেম্বার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শেখ হাসিনা মন্ত্রীকে বহিস্কার করেছেন, এমপিকে জেলে পাঠিয়েছেন, ভুল করা দলের নেতা-কর্মীদেরকে শাস্তি দিয়েছেন।’



আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!