ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার এসআই মোহাম্মদ বাছির আলমের নেতৃত্বে সংগীয় ফোর্সের সহায়তায় উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ গ্রামের মাদক ব্যবসায়ী মো.আশিক মিয়া নামে এক মাদক ব্যবসায়ী কে ৫০০ পিছ ইয়াবা বড়ি সহ গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মো.আশিক মিয়া নাছিরাবাদ গ্রামের মো.করিম মিয়ার ছেলে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,ঐ এলাকার সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী সে, দীর্ঘদিন ধরে এলাকায় দেদারসে এলাকার কতিপয় কিছু লোকজনের ও তার প্রভাবশালী আত্মীয় স্বজনদের ছত্রছায়ায় মাদক ব্যবসা করে আসছে।দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসলেও এতদিন ছিল ধরাছোঁয়ার বাইরে।
সে তার নিজ বাড়িতেই গড়ে তুলেছেন মাদকের নিয়মিত আখড়া,এবং তার এই মাদক ব্যবসার কর্মকাণ্ড চালালেও ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস করেনি।আশিক কে মাদক সহ গ্রেফতার করায় নবীনগর থানার পুলিশ প্রশাসন কে ধন্যবাদ জানিয়েছেন এলাকার জনসাধারণ।পাশাপাশি এই ধরনের অভিযান যেন নিয়মিত পরিচালনা করা হয় এই আহবান জানান।নবীনগর থানার এসআই মোহাম্মদ বাছির আলম বলেন,মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আশিক মিয়া কে রবিবার(২০ অক্টোবর) রাত আনুমানিক ১২ টার দিকে তার বসতবাড়ি থেকে ৫০০ পিছ ইয়াবা বড়ি ও মাদক বিক্রির নগদ ১১ হাজার টাকা সহ গ্রেফতার করে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,উপরোক্ত আসামি কে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১০(ক)নিয়মিত মামলা রুজু করে সোমবার(২১ অক্টোবর)বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com