ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মুক্তি প্রাইভেট হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পারভেজ আহমেদকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে হাসপাতালের মালিক হাবিবুর রহমান খন্দকার ও পরিচালক জসিম উদ্দিন সরকারের বিরুদ্ধে। রোববার দুপুরে হাসপাতালের একটি কক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে নবীনগর থানা পুলিশ। এ ঘটনায় হাসপাতালের পরিচালককে গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার জসিম উপজেলার ইব্রাহিমপুর গ্রামের রফিক উদ্দিন সরকারের ছেলে।
এ ঘটনায় হাসপাতালের মালিক ও পরিচালকসহ ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে নবীনগর থানায় মামলা করেন চিকিৎসক পারভেজ।
মামলার সূত্রে জানা যায়, চিকিৎসক পারভেজ রোববার দুপুরে হাসপাতালের কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় হাসপাতালের মালিক ডাকাডাকি করলে অনীহা প্রকাশ করেন তিনি। তখন হাসপাতালের পরিচালকসহ অজ্ঞাত আরও ৪-৫ ওই কক্ষে ঢুকে পারভেজকে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক জখম করে হাত-পা বেঁধে রাখেন।
হাসপাতালের ব্যবস্থাপক ঝরনা ঘোষ বলেন, এক রোগী এলে আমি চিকিৎসক পারভেজকে জানাই। তখন তিনি উত্তেজিত হয়ে আমাকে জানান, তার এখন কোনো ডিউটি নেই, তিনি যেতে পারবেন না। পরে হাসপাতালের মালিক এসেও তাকে অনুরোধ করেন রোগী দেখার জন্য। কিন্তু তিনি কারও কথাই শোনেননি। এ নিয়ে তাদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় হাবিব স্যারও আহত হয়েছেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, পরিচালক জসিমকে গ্রেফতার করলেও হাসপাতালের মালিক পালিয়ে যান। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com