ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত ও একাধিক মামলার আসামী মনেক (৫৩) ওরফে মনাইক্কা ডাকাত ও তার সহযোগী মোঃ সুমন (১৮) ডাকাত গ্রেফতার হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ড নুরজাহানপুর গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পের ৪৭নং বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মনেক মিয়া প্রকাশ মনাইক্কা ডাকাত মৃত সুধন মিয়ার ছেলে এবং মোঃ সুমন কালা মিয়ার ছেলে। তাদের উভয়ের বাড়ি উপজেলার বড়াইল গ্রামে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইংসে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নবীনগর থানার এসআই নিজাম উদ্দিন, এসআই শামীম ভুইয়া ও এসআই কামাল উদ্দিন মজুমদার ভোররাতে ওই গুচ্ছগ্রামে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ১টি ছোড়া, নগদ ৪০ হাজার টাকা, ১টি মোটর সাইকেল ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে নবীনগর থানায় ৩৯৯/৪০২ ধারার নতুন একটি মামলা হয়,মামলা নং- ১৮।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মনাইক্কা ডাকাতের নামে এর আগে চুরি, ডাকাতি, ছিনতাইসহ মাদকদ্রব্য ও বিষ্ফোরক দ্রব্য আইনে মোট ১১টি মামলা রয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com