ব্রেকিং

x

দুর্গাপূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা-আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা

বুধবার, ০৯ অক্টোবর ২০২৪ | ১০:৪৭ অপরাহ্ণ

দুর্গাপূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা-আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা
গাজালা পারভীন রুহি

সরকারী নির্দেশনা অনুযায়ী দুর্গাপূজায় কেউ সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি। তিনি বলেন, যেকোনো আইনি সহায়তার জন্য প্রয়োজন হলে আমরা দ্রুত ব্যবস্থা নেব। আজ বুধবার বিকালে উপজেলার সব পূজা মণ্ডপ পরির্দশন শেষে তিনি এই কথা বলেন। গাজালা পারভীন রুহি আখাউড়ানিউজকে বলেন, দুর্গোৎসব উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রশাসন সর্বদা প্রস্তুত। কেউ যদি কোনো পূজামণ্ডপে কোনো অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করার চেষ্টা করে তাকে ছাড় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


পূজা মণ্ডপ পরির্দশনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক দ্বিপক কুমার ঘোষ, তিনি আখাউড়ানিউজকে জানান, এবার কঠোর নিরাপত্তা ব্যবস্থায় পূজা উৎযান হচ্ছে। উপজেলা প্রশাসনসহ স্থানীয় রাজতৈকি দলের নেতৃবৃন্দরাও এই উৎসব শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে। সুষ্ঠু ভাবে এই উৎসব উদযাপনে মণ্ডপে মণ্ডপে সার্বক্ষনিক যোগাযোগসহ নিজে উপস্থিত থেকে সবকিছুর মনিটরিং করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!