ব্রেকিং

x

মুখ্যমন্ত্রীর শপথগ্রহন অনুষ্ঠান উপলক্ষ্যে

ত্রিপুরায় বাংলাদেশ-ভারত সীমান্ত সিল করে দেয়া হয়েছে

শুক্রবার, ০৯ মার্চ ২০১৮ | ৩:২৮ অপরাহ্ণ

ত্রিপুরায় বাংলাদেশ-ভারত সীমান্ত সিল করে দেয়া হয়েছে

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর শপথ গ্রহনকে কেন্দ্র করে আজ শুক্রবার ত্রিপুরারাজ্য এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্ত সিল করে দেয়া হয়েছে। সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে বিএসএফকে।


জানাগেছে, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর শপথ গ্রহন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ ১৯ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীসভার কযেকজনমন্ত্রী এসেছেন আগরতলায়। এ উপলক্ষ্যে ত্রিপুরাজ্যের মুখ্য সচিব ও পুলিশের মহানির্দেশক আগরতলা শহর ও শহরতলীতে নিরাপত্তা বাহিনীর জওয়ানদের জোরদার টহল ব্যবস্থা করেছেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ত্রিপুরারাজ্য এলাকার বাংলাদেশ-ভারত সীমান্ত আজ শুক্রবার সকাল থেকে সিল করে দেয়ার নির্দেশ দিয়েছেন বিএসএফকে। বিভিন্ন সীমান্ত পয়েন্টে নজরদারী করার নির্দেশ দেয়া হয়েছে।


সুত্র: কোলকাতা ২৪

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!