ব্রেকিং

x

ত্রিপুরায় ৮ বাংলাদেশী আটক

শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ৫:৪৮ অপরাহ্ণ

ত্রিপুরায় ৮ বাংলাদেশী আটক
ত্রিপুরার উত্তর জেলায় আটককৃত ৬ জন

ভারতের ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের দায়ে আট বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। ভারতের সীমান্তরক্ষী বিএসএফ বুধবার অভিযান পরিচালনা করে ত্রিপুরা উত্তর জেলা থেকে ৬ জন ও দক্ষিণ জেলা থেকে ২ জন বাংলাদেশীকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে এই দুইটি অভিযান চালানো হয়। ত্রিপুরার অনলাইন জাগরণত্রিপুরা এ খবর বৃহস্পতিবার প্রকাশ করেছে।


প্রকাশিত খবরে বলা হয়েছে, অনুপ্রবেশ বিরোধী অভিযান চালিয়ে বিএসএফ সীমান্ত এলাকায় সফলতা অর্জ ন করেছে। আটজন বাংলাদেশী নাগরিককে আটক করতে সক্ষম হয়েছে। বিএসএফের জিগ্গাবাদে আটককৃতরা সবাই বাংলাদেশী নাগিরক দাবী করেছে। তাদের মধ্যে ৬ জন বাগেরগহাটের জেলার বাসিন্দা এবং ২ জন চট্টগ্রাম জেলার বাসিন্দা। আটককৃতদের থানায় সোর্পদ করার পর পুলিশ আদালতে প্রেরন করেছে। এই খবরে আটককৃত বাংলাদেশী নাগরিকদের নাম প্রকাশ করা হয়নি।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!