ভারতের ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ৬ জন বাংলাদেশী নাগরিক গ্রেফতার হয়েছে। ত্রিপুরার রাজধানী আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে সেখানকার রেলওয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। আজ শনিবার ত্রিপুরার নর্থইষ্ট হেরাল্ড নামে একটি ইংরেজী সংবাদ মাধ্যম এই খবর প্রকাশ করেছে।
প্রকাশিত খবরে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে ত্রিপুরা রেলওয়ে পুলিশ আগরতলা রেলস্টেশনে পৃথক দুইটি অভিযান পরিচালনা করে। গতকাল শুক্রবার প্রথম অভিযানে অবৈধ অনুপ্রবেশের দায়ে দেবানন্দ দাস (৫৫), শেফালী দাস (৪৯), যশমি বালা দাস (১৮), গোলাপী দাস (১৯)কে গ্রেফতার করে পুলিশ, অপরদিকে বৃহস্পতিবার রুবেল দাস (২৬) ও রানী দাস (২২) নামে দুইজন বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের প্রথম চারজনের বাড়ি বাংলাদেশের কক্সবাজারে। আগরতলা রেলওয়ে থানার ওসি তাপস দাস জানায়, গ্রেফতারকৃত বাংলাদেশী অনুপ্রবেশকারীরা রেলপথে গুহাটি হয়ে কোলকাতায় যাওয়ার কথা ছিল। তাদেরকে শনিবার আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com