ভারতের ত্রিপুরায় পৃথক দুইটি অভিযানে ১৫ জন বাংলাদেশী নাগরিক আট হয়েছে। বৃহস্পতিবার রাতে সেখানকার বিএসএফ ও রেলপুলিশ সীমান্ত এলাকা ও রেলস্টেশনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আজ শুক্রবার ত্রিপুরার অনলাইন সংবাদ মাধ্যম জাগরণত্রিপুরা এই সংবাদ প্রকাশ করেছে।
প্রকাশিত খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ সদস্যরা সেখানকার কৈয়লাশহর সীমান্তে অভিযান পরিচালনা করে। এসময় সীমান্ত পারাপারের সময় ১৩ জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে আটক করে বিএসএফ। ১৩ জনের মধ্যে ৩ জন মহিলা, ৩ জন পুরুষ ও ৭ জন শিশু রয়েছে। তাদের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার, সুনমাগঞ্জ ও নেত্রকোনা জেলায়। অভিযানের সময় তিন ভারতীয় দালালও আটক হয়।
একই রাতে সেখানকার রেলওয়ে পুলিশ আগরতলা রেলস্টেশনে অভিযান পরিচালনা করে। এই অভিযানে দুইজন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। এই অভিযানেও দুই ভারতীয় দালাল আটক হয়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com