ভারতের ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ১২ জন বাংলাদেশী নাগরিককে গ্রেফতার হয়েছে। আজ শুক্রবার সকালে তাদেরকে সেখানকার তেলিয়ামুড়া রেলস্টেশন থেকে গ্রেফতার করে ভারতীয় রেলওয়ে পুলিশ। আজ জাগরন ত্রিপুরা নামে একটি সংবাদ মাধ্যম এই খবর প্রকাশ করে।
গ্রেফতারকৃতরা হল মো: সিদ্দিক মিয়া (৬০), মনোয়ারা বেগম (৫০), আব্দুল আজিজ উল্লাহ্(২২), আজিজুল হক (২৫); ওবায়দুল উল্লাহ্(১৯), জামিলা খাতুন (৫); খুনশুন বেগম(১৮); কূহিনুর আক্তার (২২); সাগরিকা ইয়াসমিন (২০) সাতারাই ইয়াসমিন (৬ মাস); নুরু সিদ্দিক (৫); মোহান্তি ইয়াসমিন (২)। তাদের সবার বাড়ি বাংলাদেশের কক্সবাজার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা।
সেখানকার পুলিশ জানায়, ত্রিপুরা গোমতি জেলার শিলাছড়ি সীমান্ত দিয়ে ভারতের ত্রিপুরায় প্রবেশ করে গ্রেফতারকৃতরা । ট্রেনে হায়দ্রাবাদ যাওয়ার জন্য আজ সকালে সেখানকার তেলিয়ামুড়া রেলস্টেশনে গেলে রেল পুলিশ তাদেরকে গ্রেফতার করে। বাংলাদেশ ও ভারতের একটি দালাল চক্রের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে তারা ভারতের ত্রিপুরায় অবৈধ ভাবে প্রবেশ করে বলেও সেখানকার পুলিশ জানিয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com