ব্রেকিং

x

ত্রিপুরায় মাকে গাছের সঙ্গে বেঁধে জীবন্ত জ্বালিয়ে হত্যা করেছে দুই পুত্র

সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ২:২৩ অপরাহ্ণ

ত্রিপুরায় মাকে গাছের সঙ্গে বেঁধে জীবন্ত জ্বালিয়ে হত্যা করেছে দুই পুত্র

ভারতের ত্রিপুরায় মাকে গাছের সঙ্গে বেঁধে জীবন্ত জ্বালিয়ে হত্যা করলেন দুই পুত্র। শনিবার রাতে এমনই ঘটনা ঘটেছে পশ্চিম ত্রিপুরার চম্পকনগর থানা এলাকার খামারবাড়িতে। এই ঘটনায় অভিযুক্ত দুই পুত্রকেই গ্রেপ্তার করেছে পুলিশ। এই চাঞ্চল্যকর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। কী কারণে এই নৃশংস হত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে।


জানা গিয়েছে, মৃতের বয়স ৬২ বছর। সে পশ্চিম ত্রিপুরার চম্পকনগর থানা এলাকার খামারবাড়ির বাসিন্দা। দেড় বছর আগে ওই বৃদ্ধার স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি চম্পকনগরে দুই পুত্রের সঙ্গে থাকতেন। তাঁর আরও এক পুত্র রয়েছে। যিনি কর্মসূত্রে আগরতলায় থাকেন। শনিবার রাতে ওই বৃদ্ধাকে পুড়িয়ে মারা হয়েছে বলে খবর পায় পুলিশ। প্রাথমিক ভাবে তাদের অনুমান, পারিবারিক কোনও অশান্তির জেরেই এই হত্যাকাণ্ড। তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।


পুলিশ জানিয়েছে, শনিবার রাতে বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে, গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন অভিযুক্ত দুই পুত্র। পশ্চিম ত্রিপুরার সাব-ডিভিশনাল পুলিশ আধিকারিক জিরানিয়া কমলকৃষ্ণ কলই বলেছেন, ‘‘শনিবার রাতে আমরা খবর পাই, এক বৃদ্ধাকে পুড়িয়ে মারা হচ্ছে। দ্রুত আমরা ঘটনাস্থলে পৌঁছেছিলাম। বৃদ্ধার ঝলসানো দেহ পাওয়া যায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায়। দেহটি উদ্ধার করে আমরা ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠাই। এদিন রাতেই বৃদ্ধার দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।’’সোমবার দুই অভিযুক্তকে আদালতে হাজির করানো হবে। তাঁদের হেপাজতে চাইবে পুলিশ। -আনন্দবাজার

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!