ব্রেকিং

x

ত্রিপুরায় বাংলাদেশ হাই কমিশন ভাঙ্গচুর ঘটনায় গ্রেফতার ৭, উগ্র হিন্দুদের আটকাতে সড়কে বাশের বেড়া

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ | ৩:৫২ অপরাহ্ণ

ত্রিপুরায় বাংলাদেশ হাই কমিশন ভাঙ্গচুর ঘটনায় গ্রেফতার ৭,  উগ্র হিন্দুদের আটকাতে সড়কে বাশের বেড়া

বাংলাদেশে কথিত হিন্দু নির্যাতন ও চিন্ময় প্রভুকে গ্রেফতারের ঘটনায় ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাই কমিশন ভাঙ্গচুর ও বাংলাদেশের পতাকা পুড়েও শান্ত হয়নি ত্রিপুরার উগ্র হিন্দুরা। গতকাল মঙ্গলবারও ত্রিপুরার উগ্র হিন্দুরা বাংলাদেশ চলো অভিযান কর্মসূচির ডাক দিয়েছে।
এদিকে হাই কমিশন ভাঙ্গচুর ও বাংলাদেশের পতাকা পুড়ানোর অভিযোগে সেখানকার পুলিশ সোমবার রাতে ৭ জন উগ্র হিন্দুকে গ্রেফতার করেছে। তাদেরকে আটকাতে মঙ্গলবার ভারতের অভ্যন্তরের আখাউড়া স্থলবন্দর সড়কে বাড়তি নিরাপত্তার জন্য দুটি বাঁশের ব্যারিকেড দিয়েছে। সেখানকার অনলাইন সংবাদ মাধ্যম জাগরণ ত্রিপুরা এই সংবাদ প্রকাশ করেছে।


প্রকাশিত খবরে বলা হয়েছে, এ বিষয়ে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমার জানিয়েছেন, সোমবার রাতে এক সংগঠনের তরফ থেকে বাংলাদেশ চলো অভিযান কর্মসূচির জন্য প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু প্রশাসন অনুমতি দেয়নি। তার প্রেক্ষিতে মঙ্গলবার সকালে আখাউড়া রোড এলাকায় বাড়তি নিরাপত্তার বিষয়টিকে সামনে রেখে দুটি বাঁশের ব্যারিকেড করা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সোমবার বাংলাদেশ সহকারী হাই কমিশনে ভাঙচুরের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার পুলিশ রিমান্ড চেয়ে তাদের আদালতে সোপর্দ করা হবে। তাদেরকে জিজ্ঞাসাবাদে আরও অনেকের নাম উঠে আসবে বলে তিনি জানান।
সোমবার ত্রিপুরার রাজধানী আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে ভাঙচুর চালিয়েছে হিন্দু সংর্ষঘ সমিতি। এদিন আন্দোলনকারীরা অফিসের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা আগুনে পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!