ভারতের ত্রিপুরায় ইয়াছিন (২৮) নামে এক বাংলাদেশী যুবককে পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর জখম করেছে ভারতীয়রা। আজ বুধবার সকালে সেখানকার বিলোনিয়া চেকপোষ্ট এলাকায় এই ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে ভারতীয় পুলিশ। ত্রিপুরার অনলাইন সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশ করা হয়েছে।
আহত ইয়াছিন স্থানীয় সাংবাদিকদের জানায়, বিলোনিয়া সীমান্ত দিয়ে সে রসুন পেয়াজের ব্যবসা করে। ব্যবসার টাকা আনতে বিলোনিয়া সীমান্তে দিয়ে ভারতে যায়। দেনাদার ভারতের মিট্টে ও এগুটে টাকা না দিয়ে উল্টো লোকজনকে নিয়ে তাকে চুর বলে পিটাতে থাকে, এক পর্যায়ে তাকে দা দিয়ে কুপায়। পরে রক্তাক্ত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় শান্তিবাজার জেলা হাসপাতালে ভর্তি করেছে। এই ঘটনা তদন্ত করছে বিলোনিয়া থানা পুলিশ। আহত ইয়াছিনের বাড়ি বাংলাদেশের ফেনি জেলার বিলোনিয়া স্থলবন্দর এলাকায়।
আহত যুবক অবৈধ ভাবে ভারতে প্রবেশে করেছে বলেও সেখানকার সংবাদ মাধ্যমে বলা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com