ভারতের ত্রিপুরায় শেখ রোকন মিয়া নামে এক আওয়ামী শ্রমিকলীগ নেতা আটক হয়েছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে আটক করে বুধবার সেখানকার আদালতে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার স্যন্দন পত্রিকায় এ খবর প্রকাশ করেছে।
আটককৃত রোকনের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার গৌরিশঙ্কর থানার পোষাইনগর গ্রামের বাসিন্দা। খবরে তাকে মৌলভীবাজার কুলাউড়ার স্থানীয় আওয়ামী শ্রমিকলীগ নেতা বলা হলেও সে এই সংগঠনের কি পদে আছে তা বলা হয়নি।
খবরে বলা হয়েছে, হাসিনা পতনের পর ৩৫ হাজার টাকার বিনিময়ে দালালের হাত ধরে অবৈধ পথে ভারতের ত্রিপুরা হয়ে আসামে পালিয়ে যায় শ্রমিক লীগ নেতা শেখ রোকন মিয়া। আসামের পাথারকান্দি এলাকায় দীর্ঘ দিন বসবাসের পর কাজের খোজে ত্রিপুরার রাজ্যের ধর্মনগর শহরে আসলে সোমবার তাকে বিএসএফ সদস্যরা আটক করে মঙ্গলবার স্থানীয় কদমতলা থানায় সোর্পদ করে। বুধবার থানা পুলিশ তাকে আদালতে পাঠায়।
রোকন মিয়া সেখানকার পুলিশকে জানায়, সে স্থানীয় আওয়ামী শ্রমিক লীগের একজন নেতা। হাসিনা পতনের পর ত্রিপুরার বজেন্দ্রপুর সীমান্তের অবৈধ পথে সে ভারতে পালিয়ে যায়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com