ব্রেকিং

x

জাল ভোট দেয়ার চেষ্টা, তিন তরুণীর কারাদণ্ড

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ | ১১:০২ অপরাহ্ণ

জাল ভোট দেয়ার চেষ্টা, তিন তরুণীর কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে তিন তরুণীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুর পৌনে তিনটার দিকে চুন্টা ইউনিয়নের রসুলপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুর রহমানের মেয়ে সাদিয়া আক্তার (২০), হাফিজুর রহমানের মেয়ে তাইয়্যিবা আক্তার (২০), ও নওয়াব মিয়ার মেয়ে সুমাইয়া সুলতান (২০)।


ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন গণমাধ্যমকে জানান, ওই তিন তরুণী জাল ভোট দেয়ার চেষ্টা করেন। তারা যে নামে ভোট দিতে এসেছিলেন- তালিকার সাথে সেই নামের মিল নেই। এর মধ্যে একজনের ভোট আগেই দেয়া হয়েছিল। সবকিছু যাচাইবাছাই করে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
এর আগে সকাল নয়টা থেকে ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ। নির্বাচনে চারজন প্রার্থী চেয়ারম্যান পদে লড়ছেন।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!