চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর মহানগর গোধূলি ট্রেনে গাজী সালাউদ্দিন (৮০) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য মারা গেছেন। ট্রেনটি শনিবার সন্ধ্যা পৌণে ছয়টার দিকে কুমিল্লা রেলওয়ে স্টেশন পার হওয়ার পর তিনি অসুস্থবোধ করে মারা যান। সাড়ে ছয়টায় আখাউড়া স্টেশনে লাশ বুঝে নেন পরিবারের সদস্যরা।
গাজী সালাউদ্দিন আখাউড়া উপজেলার কুড়িপাইকা গ্রামের বাসিন্দা। ওই বৃদ্ধের আকস্মিক এ মৃত্যুতে পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
ইমরান হোসেন তন্ময় নামে তার এক আত্মীয় রাত পৌণে আটটার দিকে জানান, খবর পেয়ে লাশ গাড়ি থেকে নামিয়ে আনা হয়েছে। লাশ এখন বাড়িতে রাখা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com